আজকে চাঁদের কত তারিখ ২০২৫ – লাইভ চন্দ্র মাসের তারিখ দেখুন এখানে
আমরা জানি আরবি মাস চাঁদ দেখার উপর নির্ভরশীল। আমরা ধর্মীয় দিক বিবেচনা করলে সকল ইবাদাত চাঁদের তারিখের উপর নির্ভরশীল। তাই আমরা অনেকেই চেষ্টা করি চাঁদের তারিখের হিসাব রাখতে কিন্তু অনেকসময় আমরা সেটা মনে রাখতে পারিনা। তাই আমরা আমাদের প্রয়োজনে আজকে চাঁদের কত তারিখ (Aaj Chader koto tarikh) অথবা এমন কিছু লিখে গুগলে সার্চ করি তারিখ অবগত হতে।
চাঁদের তারিখ আমরা কয়েকভাবে দেখতে পারি যার মধ্যে ক্যালেন্ডার, মোবাইল আপ্স অন্যতম। কিন্তু এগুলা সবসময় বের করে খুঁজে জানার থেকে আমরা ইন্টারনেটে খুঁজতে বেশি সাচ্ছন্দবোধ করি। তাই খুব সহজে তাদের আজকের চাঁদের কত তারিখ জানতে খুব কম সময়ে গুগলে খুঁজতে পারি।
বলে রাখা ভালো যে চাঁদের তারিখ এবং আরবি মাসের তারিখ একই। এখানে আপনি খুব সহজেই ক্যালেন্ডার এবং লাইভ চাঁদের তারিখ তথা আরবি তারিখ দেখতে পারবেন। চলুন আজ চাঁদের তারিখ দেখে নেই:
জেনে নিনঃ আজকে আরবি মাসের কত তারিখ?
আজকে চাঁদের কত তারিখ?
আজ বৃহস্পতিবার
১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
চাঁদের তারিখ এবং মাসের ক্যালেন্ডার
আপনি ক্যালেন্ডারের মাধমেও চাঁদের তারিখ জানতে পারেন। ইংরেজি মাস, তারিখের সাথে মিলিয়ে দেখতে পারেন আজ চাঁদের কত তারিখ। যদিও ক্যালেন্ডারে বলা আছে আরবি মাস চাঁদ দেখার উপর নির্ভরশীল। সুতুরাং লাইভ তারিখ দেখতে পারেন উপর থেকে যেটা বেশি সঠিক আমরা মনে করি।
