আরবি ১২ মাসের নাম অর্থ সহ | Arbi 12 Maser Nam | Arabic Months Name in Bangla
একজন মুমিন মুসলমান হিসেবে প্রত্যেক মুসলমান বান্দার উচিৎ আরবি মাসের নাম জানা এবং আরবি মাসের নামের অর্থ ও নামকরণের তাৎপর্য সম্পর্কে ধারনা থাকা জরুরী। অথচ অনেক ধর্মপ্রাণ মুসলমান আজ আরবি ১২ মাসের নাম জানেই না।
সুধু তাই না অনেক মুসলমান পরিবারের সন্তান জানেনা মুসলমানদের দুইটি ঈদ (ঈদ-উল ফিতর ও ঈদ-উল আযহা) কোন মাসে কত তারিখে উদযাপিত হয়।
আপনি নিশ্চয়ই চাইবেন না আপনি অথবা আপনার সন্তান এমন পরিস্থিতির মুখোমুখি হোক। সুতরাং আপনার উচিত বাংলা উচ্চারনসহ আরবি ১২ মাসের নাম জানা এবং আপনার সন্তানকে এ নামগুলোর বিষয়ে শিক্ষিত করে তোলা।
আরবি বারো মাসের নাম
বিভিন্ন কারনে মুসলমানদের আরবি মাসের নাম জানা দরকার হয়।
প্রথমতঃ সঠিক সময়ে আরবি মাসের বিভিন্ন ইবাদত করার জন্য আরবি ক্যালেন্ডার সম্পর্কে জানা অত্যাবশ্যক। কারণ আরবি মাস বা চন্দ্র মাস হিসেব করে প্রতিটি ইবাদত করতে হয়।
যেমন আমরা মহিম্বামিত রোজার কথা বলতে পারি। রমজান মাসের চাঁদ দেখার সাথে সাথেই প্রতিটি মুসলমানের উপর রোজা রাখা ফরজ হয়ে যায়।
আবার সেই বরকতময় মাহে রমজানের পরিসমাপ্তি ঘটে শাওয়াল মাসের চাঁদ দেখার মাধ্যমে। অর্থাৎ শাওয়াল মাসের প্রথম তারিখে ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়। যেটা ধর্মপ্রাণ মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব।
দ্বিতীয়তঃ প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের নৈতিক দায়িত্ব আরবি মাসের নাম জানা। সেই সাথে আরবি ১২ মাসের অর্থ জানা।
আরবি 12 মাসের নাম অর্থ সহ
আরবি 12 মাসের নাম বাংলায় | Arabic months name in bangla
আমাদের মধ্যে অনেক ধর্মপ্রাণ মুসলমান আরবি ১২ মাসের নাম (arbi 12 maser nam) আরবিতে উচ্চারন করতে পারে না। ফলে আজ ও আরবি ১২ মাসের নাম জানা হয় নি। আর এ কারনেই তারা আরবি ক্যালেন্ডার সম্পর্কে ধারণা রাখতে পারেন না। এমন কি তারা জানেই না এখন আরবি কোন মাস?
আপনাদের উচ্চারন সুবিধার জন্য নিচে আরবি ১২ মাসের নাম বাংলা উচ্চারনসহ (arabic 12 month name in bangla) উল্লেখ করা হল যা আপনাকে আরবি ১২ মাসের নাম স্মরন রাখতে সাহায্য করবে।
ক্রম | আরবি নাম | বাংলা উচ্চারণ |
০১. | محرم | মহররম |
০২. | صفر | সফর |
০৩. | ربيع الاول | রবিউল আউয়াল |
০৪. | ربيع الثاني | রবিউস সানি |
০৫. | جمادى الاول | জমাদিউল আউয়াল |
০৬. | جمادي الثاني | জমাদিউস সানি |
০৭. | رجب | রজব |
০৮. | شعبان | শাবান |
০৯. | رمضان | রমজান |
১০. | شوال | শাওয়াল |
১১. | ذي القد | জিলক্বদ |
১২. | ذي الحج | জিলহজ্জ |
ইংরেজিতে আরবি বারো মাসের নাম
Arbi 12 Maser Nam
অনেক মুমিন-মুসলমান হিজরি মাসের নাম জানে না। তাদের উচ্চারণ সহজ করার জন্য নিচের ছকে ইংরেজিতে আরবি বারো মাসের নাম উল্লেখ করা হল।
আপনি নিচের ছক হতে ইংরেজিতে আরবি ১২ মাসের নাম (arbi maser nam) জেনে নিতে পারেন।
ক্রম | আরবি নাম | ইংরেজি নাম |
০১. | محرم | Moharram |
০২. | صفر | Sofor |
০৩. | ربيع الاول | Robiul Awal |
০৪. | ربيع الثاني | Rabius Sani |
০৫. | جمادى الاول | Jamadiul Awal |
০৬. | جمادي الثاني | Jamadius Sani |
০৭. | رجب | Rajab |
০৮. | شعبان | Shaban |
০৯. | رمضان | Ramadan |
১০. | شوال | Shawal |
১১. | ذي القد | Jelkad |
১২. | ذي الحج | Jilhajj |
আরো জানুনঃ