বাংলা ক্যালেন্ডার আজকের তারিখ কত? Bangla Calender
|

বাংলা ক্যালেন্ডার ২০২৪ আজকের তারিখ কত? Bangla Calender 2024

বাংলা বর্ষপঞ্জি বা বাংলা ক্যালেন্ডার হলো ভারতীয় উপমহাদেশের বঙ্গ অঞ্চলে (বাংলাদেশ ও ভারতের বেশ কিছু অঞ্চল) ব্যবহৃত একটি সৌর বর্ষপঞ্জি। বর্তমানে ব্যবহৃত বাংলা বর্ষপঞ্জিটি ৫৩৯/৫৪০ খ্রিস্টাব্দে ব্যবহৃত পুরোনো বর্ষপঞ্জিটির একটি সংশোধিত আধুনিক সংস্করণ।

যদিও ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসাম রাজ্যে বাংলা বর্ষপঞ্জিটির পূর্ববর্তী সংস্করণ অনুসরণ করা হয় তবে বাংলাদেশের জাতীয় ও সরকারি বর্ষপঞ্জি হিসেবে ব্যবহৃত হয় বাংলা ক্যালেন্ডার এর আধুনিক সংস্করণ।

বাংলা ক্যালেন্ডার ২০২৪ আজকের কত তারিখ:

আজ শুক্রবার

৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলা ক্যালেন্ডার ২০২৪ । বাংলা বর্ষপঞ্জি ১৪৩০

বাংলা ক্যালেন্ডার একটি চন্দ্র-ভিত্তিক ক্যালেন্ডার যা বাংলাদেশ ও ভারতের বেশ কিছু অঞ্চলে প্রচলিত আছে। বাংলা বর্ষপঞ্জির ১২ মাস বিভিন্ন উৎসব, প্রাকৃতিক রুপ বিচিত্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সাজানো।

এখানে বাংলা ক্যালেন্ডারের আজকের কত তারিখ ও ১২ মাসের বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব, এবং নিয়ে আলোচনা করা হয়েছেঃ

বাংলা ১২ মাসের নাম সহ ক্যালেন্ডার ২০২৪

বাংলা বর্ষপঞ্জিতে ১২ মাস রয়েছে। প্রতিটি মাস নিজস্ব ইতিহাস ও সাংস্কৃতিক উৎসব এবং প্রকৃতির রূপ বৈচিত্র নিয়ে বাঙালিদের কাছে সমাদরীয় হয়ে আছে। বাংলা মাসগুলো পালাক্রম অনুযায়ী একটার পর আরেকটা হাজির হয়। নিচে বাংলা ক্যালেন্ডার ১৪৩০ হতে বাংলা ১২ মাসের নাম তুলে ধরা হলঃ

  • বৈশাখ
  • জ্যৈষ্ঠ
  • আষাঢ়
  • শ্রাবণ
  • ভাদ্র
  • আশ্বিন
  • কার্তিক
  • অগ্রহায়ণ
  • পৌষ
  • মাঘ
  • ফাল্গুন এবং
  • চৈত্র

বৈশাখ থেকে আশ্বিন— এই ছয় মাস ৩১ দিন গণনা করা হবে।
কার্তিক থেকে মাঘ এবং চৈত্র— এই পাঁচ মাস ৩০ দিন গণনা করা হবে।
ফাল্গুন মাস ২৯ দিনে গণনা করা হবে।

ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী প্রতি চার বছর অন্তর ফাল্গুন মাসে বঙ্গাব্দের অধিবর্ষ হবে অর্থাৎ যে খ্রিষ্টাব্দে লিপ ইয়ার হবে সেই বাংলা বছরের বাংলা ক্যালেন্ডারে ফাল্গুন মাস ৩০ দিনে গণনা করা হবে।

নিচে বাংলা ক্যালেন্ডার ২০২৩ হতে আজকের কত তারিখ জেনে নিন।

বাংলা ক্যালেন্ডার ২০২৪

One Comment

  1. thanks bro from rohosso

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *