জেনে নিন - আজকের বাংলা ইংরেজি আরবি তারিখ কত? Bangla English Arabic Date Today

আজকের বাংলা, ইংরেজি ও আরবি কত তারিখ? Bangla English Arabic Date Today

আমাদের জীবনে চলার পথে বিভিন্ন প্রয়োজনে প্রতিদিনের ইংরেজি, বাংলা ও আরবি তারিখ জানাটা জরুরী, তাই আমরা ক্যালেন্ডার ব্যবহার করে থাকি। সেটা হতে পারে প্রিন্ট ক্যালেন্ডার, মোবাইলের ক্যালেন্ডার বা ক্যালেন্ডারের pdf, অথবা অনলাইনে সার্চ করেও দেখে থাকি।

তবে আমাদের মধ্যে অনেকেই আজ ইংরেজি কত তারিখ জানলে ও আজ বাংলা কত তারিখ এবং আরবি কত তারিখ তা জানে না। তাই আজকেরআজকের বাংলা ইংরেজি আরবি তারিখ কত? এবং এর সম্পর্কে বিস্তারিত জানতে পুরো আর্টিকেল টি পড়ুন।

আজকের বাংলা ইংরেজি আরবি তারিখ কত?

আজ সোমবার

১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আমাদের নিত্যদিনের কাজ-কর্মে, অফিস-আদালতসহ যেকোন প্রয়োজনে তারিখের ভূমিকা অপরীসীম। সেটা হতে পারে ইংরেজি তারিখ, বাংলা তারিখ, কিংবা আরবি তারিখ । প্রতিটি মানুষের চলার সঙ্গী হিসাবে এই তারিখ জড়িত।

আজকের ইংরেজি তারিখ

৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আপনি যদি আজকের ইংরেজি তারিখ জানতে চান তবে ইংরেজি তারিখ বিভিন্নভাবে জানা যায়। আপনার হাতে থাকা মোবাইল ফোন থেকে আপনি সহজেই তা জানতে পারেন।

এছাড়াও আপনার পাশের কাউকে জিজ্ঞেস করে অথবা আপনি নিজে পূর্ববর্তী দিন হতে বের করতে পারবেন। এর কারণ হলো ইংরেজি তারিখ বা ইংরেজি ক্যালেন্ডার বহুল ব্যবহৃত বর্ষপঞ্জি তাই এটি মানুষের মনে থাকে।

আজকের বাংলা তারিখ

১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আমাদের দৈনন্দিন জীবনে আজকের বাংলা তারিখ জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বাংলা ক্যালেন্ডার বাঙালি জাতির জাতীয় বর্ষপঞ্জি হিসেবে ব্যবহৃত হয়। বাঙালিদের সংস্কৃতি, ইতিহাস ও আবেগময় অনুষ্ঠানের দিনসূচীর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই বাংলা ক্যালেন্ডার। নিচে bangla calendar ২০২৫ হতে আজকের বাংলা তারিক জেনে নিন।

বর্তমান ডিজিটাল সময়ে আজ বাংলা মাসের কত তারিখ জানা অনেক সহজতর হয়ে গেছে। আপনি চাইলে মুহূর্তেই বাংলা ক্যালেন্ডার ২০২৫ ডাউনলোড করে অথবা অনলাইন এ সার্চ করে আজকে বাংলা কত তারিখ জেনে নিতে পারেন।

এছাড়াও বাংলা ক্যালেন্ডার app ডাউনলোড করে আপনার ফোন রাখতে পারেন। ফলে আপনি যেকোনো মুহূর্তে আজকে বাংলা কত তারিখ জানতে পারবেন।

নিচে bangla calendar ২০২৫ হতে আজকের বাংলা তারিখ জেনে নিন।

আজকে আরবি কত তারিখ

১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মুসলিম সংস্কৃতি, ও ইতিহাস মিশে আছে আরবি ক্যালেন্ডারের সাথে। এটি মূলত চন্দ্র-ভিত্তিক একটি ক্যালেন্ডার। মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় সকল উৎসব পালন করা হয় আরবি ক্যালেন্ডার অনুযায়ী। তাই প্রতিটি মুসলমানের আজ আরবি মাসের কত তারিখ সম্পর্কে জানা উচিত।

আপনাদের জন্য নিচে আরবি ক্যালেন্ডার ২০২৫ তুলে ধরা হয়েছে এবং বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানের দিনসূচি আলোচনা করা হয়েছে।

আপনি নিচের আরবি ক্যালেন্ডার হতে আজ আরবি কত তারিখ জেনে নিন। সেই সাথে দেখে নিন আজকের দিনের উৎসব, অনুষ্ঠান ও বিশেষ ঘটনাবলী।

বাংলা কত সাল? বাংলা সন নির্ণয়

বাংলা সাল নির্ণয়ের কোড টি হলো “ইংরেজি সাল – ৫৯৩”
যেমন: এখন ইংরেজি সাল ২০২৫ এখান থেকে ৫৯৩ বিয়োগ করলে আসে ১৪৩২।
তাহলে বর্তমানে বাংলা সন ১৪৩২।

তবে এক্ষেত্রে ইংরেজি ক্যালেন্ডরের এপ্রিল মাসের আগে হলে আপনাকে পূর্ববর্তী বছর বিবেচনা করে হিসেবে করতে হবে। কেননা ইংরেজি ক্যালেন্ডারের এপ্রিল মাস হতে বাংলা ক্যালেন্ডারের নতুন বছর শুরু হয়।

কিভাবে বাংলা তারিখ নির্ণয় করবেনঃ

বাংলা তারিখ নির্ণয় করা খুবই সহজ। এজন্য আপনাকে একটি সংখ্যা মুখস্ত রাখতে হবে। ইংরেজি থেকে বাংলা তারিখ বের করার সংখ্যা বা সূত্র বলা হয়।

কোডটি হলো ৪৫৫ ৬৬৬৬ ৫৫ ৪৩৫।

এই কোড ব্যবহার করে আপনি যেকোন তারিখের বাংলা দিন ও মাস বের করতে পারবেন।

===> কোড এর ব্যাবহার: ৪ মানে ইংরেজি ১৪ তারিখ, ৫ মানে ইংরেজি ১৫, ৬ মানে ১৬ তারিখ ।

@@উদাহরনঃ কাজী নজরুল ইসলামের জন্ম:- ১৮৯৯ সালের ২৫ মে। এখন ১৮৯৯ থেকে ৫৯৩ বাদ দিন থাকে ১৩০৬, তাহলে আরও ক্লিয়ার হই ১৮-৬=১২ এবং ৯৯+৬=১০৫ এইখানে তিন ঘর এসে পরল , যদি ডানে তিন ঘর এসে তাহলে বামের সংখ্যাটি যত (১) শেষ ডানের সংখ্যার সাথে যোগ হয় এবং প্রথম জোড়-এর সাথে ১ যোগ হবে মানে ১৩ হবে , ১৩০৬ অর্থাৎ বাংলা ১৩০৬ সালে কাজী নজরুলের জন্ম সাল। এবার ২৫ মে থেকে বাংলা মাস বের করুন। আমাদের কোডের ১ম টি অর্থাৎ ৪ মানে এপ্রিল এর ১৪ তারিখ ১লা বৈশাখ।তারপর আছে ৫ মানে ১৫ মে অর্থাৎ ১৫ মে জ্যৈষ্ঠ মাসের ১ তারিখ। তাই ১৫ থেকে ২৫ পর্যন্ত ১১ দিন অর্থাৎ ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বাংলা কাজী নজরুল ইসলামের জন্ম সাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *