ঢাকা জেলার আজকের সেহরি ও ইফতারের সময়সূচী ২০২৪
আপনি কি ঢাকা জেলার আজকের সেহরি ও ইফতারের সময়সূচী ২০২৪ খুজছেন? তাহলে এখান থেকে দেখে নিন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত ২০২৪ সালের রমজানের সময়সূচীসহ আজকের সাহরির শেষ সময় ও রমজান বিষয়ে বিভিন্ন হাদিস।
খোশ আমদেদ মাহে রমজান। বছর ঘুরে আমাদের মাঝে উপস্থিত হয়েছে মহিমান্বিত রমজান। এ মাস মুসলমানদের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। মাহে রমজান মাস সম্বন্ধে হযরত মুহম্মদ (স) বলেছেনঃ“রোজার মাস শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়।“
-আল হাদিস
এর থেকে বুঝা যায়, এ মাস আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ন। তাই ঢাকা জেলার প্রত্যেক মুমিন বান্দার উচিৎ, ঢাকা জেলার আজকের সেহরি ও ইফতারের সময়সূচী ২০২৪ জেনে নেওয়া এবং সকল হুকুম আহকাম মেনে রোযা রাখা ।
ঢাকা জেলার আজকের সেহরি ও ইফতারের সময়সূচী-২০২৪
কয়েকদিন আগে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন, সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৪ প্রকাশ করেছে। এখানে তারা ঢাকা জেলার সেহরি ও ইফতারের সময়সূচি উল্লেখ করেছেন। সেই সাথে দেশের অন্যান্য জেলাগুলোর সেহরি ও ইফতারের সময়সূচি তুলে ধরেছেন।
আপনি যদি ঢাকা জেলার বাসিন্দা হন, তাহলে নিচের ছক থেকে ঢাকা জেলার সেহরি ও ইফতারের সময়সূচি জেনে নিন। কারণ সেহরি ও ইফতারের সময় সূচি মেনে রোজা রাখা প্রত্যেক মুমিন ব্যক্তির জন্য অতীব জরুরী।
এ বিষয়ে আল্লাহ রাব্বুল আল-আমিন পবিত্র কুরআনে উল্লেখ করেছেন,
‘‘তোমরা রাতের আগমন পর্যন্ত সিয়াম পূর্ণ কর’’
— (আল-বাকারাহ : ১৮৭)
তাই রোজার সময়সূচী-২০২৪ মেনে রোজা রাখা বা সাওম পালন না করলে, রোজা পূর্ণ হবে না অথবা ভঙ্গ হয়ে যেতে পারে।
সেহরি ও ইফতারের সময়সূচি ঢাকা জেলা ২০২৪ PDF
বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন এর অফিসিয়াল রমজানের সময়সূচি ২০২৪ অনুসারে আমরা এখানে সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৪ PDF প্রস্তুত করেছি।
আপনি নিচের ছক থেকে এবারের রোজার সময়সূচী জেনে নিতে পারেন এবং সেহরি ও ইফতারের সময়সূচি ঢাকা জেলা ২০২৪ PDF ডাউনলোড করতে পারেন।
আজকের সেহরির শেষ সময়
আল্লাহ’র সন্তুষ্টি অর্জন এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটি সহজ মাধ্যম হলো সঠিক নিয়ম মেনে রমজানের রোজা রাখা। তাই আজকের সেহরির শেষ সময় সম্বন্ধে জানা প্রত্যেক রোজাদার ব্যক্তির উচিত। কেননা সুবহে সাদিকের পর সাহরী করলে রোজা ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
উপরে বর্ণিত ছক থেকে ঢাকা জেলার আজকের সেহরির শেষ সময় জেনে নিন।
আরো পড়ুন:
ময়মনসিংহ জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৪
রমজান সম্পর্কিত হাদিস
রমজান মাসের গুরুত্ব সম্পর্কে আমরা অনেকেই অবহিত না। এ মাস আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ অনেক মুমিন বান্দা জানেই না। এ জন্য হেলায়-অবহেলায় রমজান মাস কাটিয়ে দেয়।
এখানে আমরা রমজানের ফজিলত সম্পর্কে হাদিস এবং কয়েকটি গুরুত্বপূর্ণ রমজানের হাদিস তুলে ধরা হয়েছে।
১. “হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। যেমন ফরজ করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তী লোকদের উপর । যেন তোমরা পরহেযগারী অর্জন করতে পার“
(আল-বাকারাহ্ঃ ১৮৩)
২. ইফতারের পূর্ব পর্যন্ত প্রতিটি রোজাদারের জন্য ফেরেশতা দোয়া করতে থাকে।
-আল হাদিস
৩. আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোন প্রয়োজন নেই”
— (হাদিস নং – ১৯০৩)