Sehri o Iftar er Somoy Suchi 2024 | Dhaka Sehri & Iftar Time Today
বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন শাওয়ালের শেষে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১১ বা ১২ মার্চ থেকে (১৪৪৫ হিজরি) পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা প্রকাশ করেছে। তবে তারা ১২ মার্চ (মঙ্গলবার) ১ম রমজান ধরে সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করেছে ।
এই মহিমান্বিত রমজান প্রত্যেক মুমিন ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ একটি মাস। এ মাস সম্পর্কে রাসূল (স) বলেন
রোজার পুরষ্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন
– আল হাদিস
তাই প্রত্যেকের উচিত sehri o iftar er somoy suchi-2024 জেনে নেওয়া এবং রোজার সকল হুকুম আহকাম মেনে সঠিকভাবে রোজা রাখা।
দেশের বিভিন্ন স্থানে পরে সেহরি ও ইফতারের সময়সূচীর মধ্যে পার্থক্য থাকে। তাই প্রত্যেক রোজাদারকে রমজানের সময়সূচী ২০২৪ মেনে সেহরি ও ইফতার করা উচিৎ। নাহলে রোজা ভঙ্গ হয়ে যাবার সম্ভাবনা থাকে।
Sehri o Iftar er Somoy Suchi-2024
এখানে sehri o iftar er somoy suchi 2024 সঠিকভাবে জেনে নিন। নিচের ছবির ছক অনুযায়ী আপনার এলাকা জন্য সময় যোগ বা বিয়োগ করে নিতে হবে।
প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন রমজান মাসের ৩০ দিনের রোজার সময়সূচী সময়সূচি প্রকাশ করছে। পুরো রমজানের ৩০ টি রোযা কে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। ১ম ১০ দিন কে রহমত, পরের ১০ দিন মাগফেরাত, এবং শেষের ১০ দিন কে নাজাতের দিন হিসেবে বিবেচনা করা হয়।
এ সম্পর্কে আল্লাহ’র রাসুল (সঃ) বলেন
“রোজার সর্বশেষ রাত্রে আল্লাহ তার সকল বান্দাগণকে মাফ করে দিবেন“।
— আল হাদিস
আমাদের পোস্ট এর সকল তথ্য বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন এর অফিসিয়াল তথ্যানুযায়ী আপডেট করা হয়েছে। এই পোস্ট টি নির্ভুল তথ্য দিয়ে আপনাকে সঠিকভাবে রমজানের রোজা পালন করতে সাহায্য আশা রাখছি। নিচের ছক থেকে আপনার এলাকার ইফতারের সময়সূচি ২০২৪ ও আজকের সেহরির শেষ সময় জেনে নিন।
রমজানের সময় সূচি-২০২৪। সেহরি ও ইফতারের সময়সূচি
বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন এর অফিসিয়াল রমজানের সময়সূচি অনুসারে আমরা এখানে সেহরি ও ইফতারের সময়সূচি (rojar somoy suchi) প্রস্তুত করেছি। সেই সাথে বিভিন্ন জেলার সেহরির শেষ সময় পর্যালোচনা করেছি।
প্রত্যেক বারের মত এবারে ও বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন পুরো রমজান মাস কে তিন ভাগে ভাগ করেছে। ১ম ১০ দিন রহমত, পরবর্তী ১০ দিন মাগফেরাত এবং শেষ ১০ দিন নাজাত হিসেবে প্রকাশ করেছে।
আজকে রোজার দিন যে ভাগে পরুক না কেন, রমজানের প্রত্যেক দিন মুমিনদের জন্য বরকতময়। এ বিষয়ে হযরত মুহম্মদ (সঃ) বলেন
রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়
– আল হাদিস
নিচের ছক হতে ঢাকা ও তাঁর পার্শ্ববর্তী জেলাগুলোর রমজানের সময়সূচী ২০২৪( romjaner somoy suchi) জেনে নিন।
ঢাকার বাহিরে দেশের অন্যান্য জেলাগুলোর ইফতার ও সেহরির সময়সূচী নিচে সংযুক্ত করা আছে। আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন।
দেশের বিভিন্ন জেলার সেহরি ও ইফতারের সময়সূচি
নিচের ছক হতে আপনার শহরের নামে ক্লিক করে দেখে নিন আপনার শহরের জন্য আজকের ইফতার ও সেহরির সময়সূচীঃ
সিলেট | চট্টগ্রাম |
কুমিল্লা | খুলনা |
যশোর | রাজশাহী |
রংপুর | ময়মনসিংহ |
বরিশাল | ঢাকা |
রোজা সম্পর্কে আলোচনা
রোযা/রোজা হল ফার্সি শব্দ (روزہ রুজ়ে), যার আরবি হল সাউম বা সাওম ( صوم স্বাউম্, অর্থঃ সংযম), বা সিয়াম বা রোযা হল ইসলাম ধর্মের পাঁচটি মূল ভিত্তির একটি। এটি ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ভিত্তি।
রোযাঃ সুবহে সাদেক বা ভোরের সূক্ষ আলো থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার,পাপাচার, কামাচার এবং সেই সাথে যাবতীয় ভোগ-বিলাস থেকেও বিরত থাকার নাম রোযা।
ইসলামী জীবন বিধান মহাগ্রন্থ (আল-কুরআন) অনুসারে, প্রতিটি প্রাপ্তবয়স্ক মুমিন মুসলমানের জন্য রমযান মাসের প্রতি দিন রোজা রাখা ফরজ, (فرض ফার্দ্ব্) যার অর্থ অবশ্য পালনীয়।
পবিত্র কুরআন মজিদের সুরা বাকারার ১৮৩ নং আয়াতে স্বয়ং আল্লাহ তায়ালা বলেন-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
(সূরা : বাকারা, আয়াত : ১৮৩)
‘হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যেন তোমরা পরহেযগারী অর্জন করতে পার। (সূরা : বাকারা, আয়াত : ১৮৩)।
এছাড়াও আল্লাহর রাসুল (সঃ) বলেন-
রমজান জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ঢাল
– আল হাদিস