আরবি মাসের ক্যালেন্ডার ২০২৪ (হিজরি ক্যালেন্ডার ১৪৪৫) Arbi maser Calendar

আরবি মাসের ক্যালেন্ডার ২০২৬ (হিজরি সন ১৪৪৭) Arbi maser Calendar

প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানের উচিৎ আরবি মাসের ক্যালেন্ডার সম্পর্কে ধারনা রাখা। কারন ইসলাম ধর্মে হিজরি ক্যালেন্ডার অনুযায়ী ইবাদত করতে হয়। প্রতিটি আরবি মাসে আলদা আলাদা ইবাদাত আছে। মুসলমানরা ইবাদত গুলো সেই মাসের ক্যালেন্ডার অনুযায়ী করে থাকে।

নিচে আরবি মাসের ক্যালেন্ডার ২০২৬ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়াও এখানে আরবি ১২ মাসের নাম বাংলা উচ্চারণসহ তুলে ধরা হয়েছে। এখানে আপনি জেনে নিতে পারবেন আজ আরবি মাসের কত তারিখ?

আজ আরবি মাসের কত তারিখ?

আজ মঙ্গলবার

২৩শে রজব, ১৪৪৭ হিজরি

আরবি মাসের ক্যালেন্ডার ২০২৬

আরবি মাসের ক্যালেন্ডার : হিজরি ক্যালেন্ডার অনুযায়ী বছরের ১ম মাস হলো মহরম এবং শেষ মাস হলো জিলহজ্ব।

নিচের ছক হতে হিজরী ক্যালেন্ডার ১৪৪৭ অনুযায়ী আরবি ১২ মাসের নাম জেনে নিন।

  • ১. মহরম
  • ২. সফল
  • ৩. রবিউল-আউয়াল
  • ৪. রবিউস-সানি
  • ৫. জমাদিউল-আউয়াল
  • ৬. জমাদিউস-সানি
  • ৭. রজব
  • ৮. শাবান
  • ৯. রমজান
  • ১০. শাওয়াল
  • ১১. জিলক্বদ
  • ১২. জিলহজ্ব

অনেকে হিজরী ক্যালেন্ডারের সাথে ইংরেজি ক্যালেন্ডার মিলিয়ে নিতে চান। সেক্ষেত্রে আপনাকে প্রথমে আরবি মাসের ক্যালেন্ডার ১৪৪৭ এর ১ম মাস মহররম ইংরেজি কোন মাসে পড়েছে তা দেখে নিতে হবে।
এখানে বলে রাখা ভালো আরবি মাস ইংরেজি মাসের ১৫ তারিখ হতে শুরু হয়। কারণ আরবি মাসের ক্যালেন্ডার চন্দ্র মাস হিসেবে করে তৈরী করা হয়। হিজরী ক্যালেন্ডার এ কোনো মাস চাঁদ উঠার মাধ্যমে শুরু হয় এবং অন্য মাসের চাঁদ উঠার মাধ্যমে শেষ হয়।

আরবি মাসের ক্যালেন্ডার ২০২৬ (হিজরি ক্যালেন্ডার ১৪৪৭) Arbi maser Calendar অনুযায়ী বিভিন্ন মাসে বিভিন্ন ধরণের ইবাদত করতে হয়। আপনি কি জানেন ইসলাম ধর্মাবলম্বীরা কোন মাসে কি ইবাদত করেন?

আরবি ক্যালেন্ডারের উৎসব & ইবাদাত সমূহঃ

ইসলাম ধর্মের সৌন্দের্য হলো যে এই ধর্মে যেটি উৎসব সেটিই ইবাদাত। সকল ইবাদাত ও উৎসব আরবি তারিখের উপর নির্ভর করে হয়ে থাকে। নিচে প্রধান কিছু ইসলামিক উৎসব/ইবাদাত এর তালিকা দেয়া হলো তারিখ উল্লেখ করে।

  • ঈদুল আযহাঃ ২০ মার্চ, শুক্রবার।
  • আশুরাঃ ২৬ জুন, ২০২৬ (শুক্রবার)।
  • ঈদ-ই-মিলাদুন্নবীঃ ১২ই রবিউল আউয়াল।
  • শবে মি’রাজঃ রজব মাসের ২৭ তারিখে অনুষ্ঠিত হয়।
  • শবে বরাতঃ শাবান মাসের ১৫ তারিখ।
  • রমজানঃ রমজান মাসের প্রথম দিন হতে শেষ দিন পর্যন্ত।
  • ঈদ- ফিতরঃ শাওয়াল মাসের ১ তারিখ।
  • হজ্জঃ জিলহজ মাসের ৯ তারিখ।

আরো জানুনঃ

আরবি মাসের ক্যালেন্ডার ২০২৬

আজকে আরবি মাসের কত তারিখ?

আরবি প্রথম মাসের নাম কি?

আরবি ১২ মাসের নাম অর্থ সহ

3 Comments

  1. Very important subject

  2. MD: Saiful Islam Khan says:

    Every person should know these.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *