(Update) ২০২৪ সালের মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা pdf [সরকারি বেসরকারি]

(Update) ২০২৪ সালের মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা pdf [সরকারি বেসরকারি]

প্রতি বছরের ন্যায় ২০২৪ সালের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা (high school sutir talika 2024) প্রকাশিত হয়েছে। ১১ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ-শিক্ষা মন্ত্রণালয় (মাউশি) ওয়েবসাইটে এই ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে।

আমাদের বিভিন্ন কাজে সরকারি বা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা জানার প্রয়োজন হয় এবং এই ছুটির সম্পর্কে আমাদের অবগত থাকা উঠিত।

ছুটির তালিকার নোটিশ অনুসারে ২০২৪ সালে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি সহ মোট ৭১ দিন বিদ্যালয় বন্ধ থাকবে। এছাড়াও সাপ্তাহিক ছুটি তো থাকছেই। সাপ্তাহিক ছুটি সহ ২০২৪ সালে মোট ১৭৫ দিন বিদ্যালয় বন্ধ থাকবে।

এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন কারণে শিক্ষা মন্ত্রণালয় কিছু ছুটি দিয়ে থাকেন যেটা এই তালিকায় অন্তর্ভুক্ত নয়। সেই ছুটি সম্পর্কে জানতে শিক্ষা মন্ত্রণালয়ের ওযেবসাইট অথবা আমাদের ওয়েবসাইটের আপডেট নোটিশ দেখতে পারেন। এখানে…

২০২৪ সালের মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা

আপনার সুবিধার জন্য ২০২৪ সালের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা অর্থাৎ মাউশি ছুটির তালিকা নিচে দেয়া হলো দেখে নিতে পারেন। এবং আপনার সুবিধার জন্য নিচে মাধ্যমিক স্কুলের ছুটির তালিকার pdf ডাউনলোড লিংক দেয়া থাকবে। প্রয়োজনে ডাউনলোড করে ছুটির তালিকাটি নিজের কাছে সংরক্ষণ করতে পারবেন।

পর্বের নামতারিখবারদিনের সংখ্যা
* শবে-ই-মিরাজ০৯ ফেব্রুয়ারী শুক্রবার০০
শ্রী শ্রী স্বরস্বতী পূজা১৪ ফেব্রুয়ারীবুধবার০১
** শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস২১ ফেব্রুয়ারীবুধবার০১
* মাঘী পূর্ণিমা ২৩ ফেব্রুয়ারীশুক্রবার০০
* শবে-ই-বরাত২৬ ফেব্রুয়ারীসোমবার০১
শ্রী শ্রী শিবরাত্রি ব্রত০৮ মার্চশুক্রবার০০
* পবিত্র রমজান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস, দোলযাত্রা, স্বাধীনতা ও জাতীয় দিবস, ইস্টার সানডে, জুমাতুল বিদা, *শব-ই-কদর, *ঈদুল ফিতর, চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ, গ্রীষ্মকালীন অবকাশ১০ মার্চ – ১৮ এপ্রিলরবিবার – বৃহস্পতিবার৩০
মে দিবস০১ মেবুধবার০১
* বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা)২২ মেবুধবার০১
* পবিত্র ঈদুল আযহা, ১৩ – ২৩ জুন বৃহস্পতিবার – রবিবার ০৭
* হিজরী নববর্ষ০৮ জুলাইসোমবার০১
* আশুরা (মহরম)১৭ জুলাইবুধবার০১
** জাতীয় শোক দিবস১৫ আগস্টবৃহস্পতিবার০১
শুভ জন্মাষ্টমী২৬ আগস্টসোমবার০১
* আখেরি চাহার সোম্বা৪ সেপ্টেম্বরবুধবার০১
* ঈদে মিলাদুন্নবী (সাঃ)১৬ সেপ্টেম্বরসোমবার০১
শ্রী শ্রী দূর্গা পূজা (বিজয় দশমী), ফাতেহা-ই-ইয়াজদাহম, শ্রী শ্রী লক্ষ্মীপূজা ও *প্রবারণ্য পূর্ণিমা০৯ – ১৭ অক্টোবরবুধবার – বৃহস্পতিবার০৭
শ্রী শ্রী শ্যামা পূজা৩১ অক্টোবরবৃহস্পতিবার০১
বিজয় দিবস১৬ ডিসেম্বরসোমবার০১
শীতকালীন অবকাশ, যিশুখ্রিস্টের জন্মদিন১৭ – ৩১ ডিসেম্বরমঙ্গলবার – মঙ্গলবার১১
প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি০৩
মোট৭১

এইসব ছুটি বাদেও প্রয়োজনে সরকার যেকোনো সময় ছুটি দিতে পারেন। সেই আপডেট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট নিয়মিত চেক করতে পারেন অথবা অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৪

অনেকেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা ২০২৪ সম্পর্কে জানতে চান। বলে রাখা ভালো যে, সরকারি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকার মধ্যে কোন পার্থক্য নেই অৰ্থৎ সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহের ২০২৪ সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি একই। যা নিচে দেয়া মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নোটিশ থেকে বুঝতে পারবেন।

২০২৩ সালের মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা pdf Download

আপনার সুবিধার জন্য ছুটির তালিকাটি ছবি আকারে দেয়া হলো এবং আপনি যদি এই ২০২৪ সালের মাধ্যমিক স্কুলের বন্ধের তালিকা নিজের কাছে সংরক্ষণ করতে চান তাহলে নিচে দেয়া লিংক থেকে মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা Pdf File টি ডাউনলোড করতে পারেন।

(Update) ২০২৪ সালের মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা pdf [সরকারি বেসরকারি]
(Update) ২০২৪ সালের মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা pdf [সরকারি বেসরকারি]

২০২৪ সালের মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা নিয়ে কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে লিখতে পারেন। আমরা যথা সম্ভব উত্তর দিবো।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন। ধন্যবাদ

তথ্যসূত্র: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

2 Comments

  1. দেওয়ান টেকনিক্যাল স্কুল ও কলেজ says:

    গ্রীষ্মকালীন অবকাশ কত তারিখ থেকে কত তারিখ

    1. শিক্ষা পঞ্জিকা অনুযায়ী ২০ জুলাই থেকে ২ আগস্ট গ্রীষ্মকালীন অবকাশ ছিল। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে। বুধবার (১৯ জুলাই) বিকেলে বেসরকারি শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে এই ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
      Source: bd24live.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *