মে মাসের ক্যালেন্ডার ২০২৪ - ছুটির তালিকা ও দিবস দেখুন এখানে

মে মাসের ক্যালেন্ডার ২০২৪ – ছুটির তালিকা ও দিবস দেখুন এখানে

মে মাসে ইংরেজি ক্যালেন্ডার ৫ম মাস। বিভিন্ন প্রয়োজনে আমাদের ক্যালেন্ডার সংরক্ষণ প্রয়োজন হয় যেমনঃ কোন তারিখে কোন দিবস, কোন তারিখে ছুটি আছে এমন নানান বিষয় জানার জন্য। নিচে মে মাসের আজকের তারিখ সাথে ক্যালেন্ডার, মে মাসের দিবসসমূহ এবং ছুটির তালিকা নিয়ে বিস্তারিত তথ্য দেয়া হলো।

আজ মে মাসের কত তারিখ?

আজ রবিবার

১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

হেমন্তকাল

১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মে মাসের ক্যালেন্ডার ২০২৪

মে ২০২৪

মে মাসের দিবস সমূহ

মে মাসের দিবস গুলো আমরা কয়েক ভাবে ভাগ করেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যেমন বাংলাদেশের দিবস, বৈশ্বিক দিবস এবং আন্তর্জাতিক দিবস।

বাংলাদেশের দিবসসমূহ

  • মহান মে দিবস : ১ মে বিশ্ব শ্রমিক দিবস।
  • ফারাক্কা লংমার্চ দিবস বা ফারাক্কা দিবস : ১৬ মে
  • জাতীয় নৌ নিরাপত্তা দিবস : ২৩ মে
  • বাংলাদেশের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর জন্মবার্ষিকী : ২৫ মে
  • নিরাপদ মাতৃত্ব দিবস : ২৮ মে

বৈশ্বিক দিবসসমূহ

  • বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস: ৩ মে
  • বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস: ৮ মে
  • বিশ্ব মা দিবস: দ্বিতীয় রবিবার
  • বিশ্ব পরিযায়ী পাখি দিবস: ১৪ মে
  • বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস (ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে) : ১৭ মে
  • বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস: ১৭ মে
  • আন্তর্জাতিক জাদুঘর দিবস: ১৮ মে
  • বিশ্ব মেট্রোলজি দিবস: ২০ মে
  • বিশ্ব জীব বৈচিত্র্য দিবস: ২২ মে
  • বিশ্ব রজঃস্রাব স্বাস্থ্যবিধি দিবস: ২৮ মে
  • বিশ্ব তামাকমুক্ত দিবস: ৩১ মে

আন্তর্জাতিক দিবসসমূহ

  • আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস : ১ মে
  • আন্তর্জাতিক নার্স দিবস :১২ মে
  • আন্তর্জাতিক পরিবার দিবস : ১৫ মে
  • আন্তর্জাতিক জাদুঘর দিবস : ১৮ মে
  • আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস : ২৯ মে

মে মাসের ছুটির তালিকা ২০২৪

মে মাসের ছুটির তালিকা জানার আগে আপনার ঠিক করতে হবে আপনি কিসের ছুটির তালিকা চাচ্ছেন। নিচে শুধু সরকারি ছুটির তালিকা দেয়া হলো। এবং আপনি যদি মাধ্যমিক বা প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা খুঁজে থাকেন তাহলে নিচের দেয়া লিংক থেকে দেখে নিতে পারেন। কারণ সরকারি ছুটি এবং অনন্যা ছুটির তালিকায় অনেক পার্থক্য হয়েছে।

1 মেবুধবারমে দিবস
22 মেবুধবারবুদ্ধ পূর্ণিমা

বিস্তারিতঃ সম্পূর্ণ বছরের সরকারি ছুটির তালিকা ২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *